কক্সবাজার চকরিয়া থানাধীন খুটাখালী এলাকা থেকে পৃথক দুটি মামলার একটিতে ০১ বছর এবং অপরটিতে ০৬ মাস মেয়াদে সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
গত ০৪ জুন ২০২৩ খ্রিঃ রাত অনুমান ২০.২০ ঘটিকার সময় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খুটাখালী ইউনিয়নের খুটাখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পৃথক দুটি মামলার একটিতে ০১ বছর এবং অপরটিতে ০৬ মাস মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হামিদ (৩৩), পিতা-মৃত মোক্তার আহম্মদ, সাং-সেগুন বাগিচা, ভিলেজার পাড়া, খুটাখালী ইউনিয়ন, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছিল মর্মে জানায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত কক্সবাজার চকরিয়া থানার জিআর-১২১/১৪, ধারা-১৯২৭ সনের বন আইনের-২৬(১ক), জিআর-১২১/১৪, ধারা-৩৩২ দঃ বিঃ এবং জিআর-৩৩৯/১৪, দঃ বিঃ ১৪৭/৩৩২/৩৫৩ ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply