আবারও জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ হলেন কাশিয়ানীর ফিরোজ আলম
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
আবারো গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হলেন কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম।
এক সাথে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন একই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান।
বৃহস্পতিবার (৮ জুন) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ সভায় জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
জানা গেছে, গোপালগঞ্জ জেলার পাঁচটি থানার মধ্যে ওসি মুহাম্মদ ফিরোজ আলমের সামগ্রিক কর্মতৎপরতায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
এদিকে, গ্রেফতারী পরোয়ানায় তামিলে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এএসআই মিজানুর রহমান।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগেও মুহাম্মদ ফিরোজ আলম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন।
Leave a Reply