সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে উত্যক্ত ও হেনস্তা করার অভিযোগে গণপিটুনির শিকার হয় একজন পুলিশ কনস্টেবল। এরপর তাকে থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি এবং হ্যান্ডকাফ জব্দ করা হয়।
সোমবার (১২ জুন) সকাল ১১:৩০ মিনিটের দিকে আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই রিপন আজকের দর্পণকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত কনস্টেবল মেহমুদ হারুনকে থানায় রাখা হয়েছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিচ্ছেন ওসি স্যার।
অভিযুক্ত কনস্টেবল নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের এসএএফ-এর কনস্টেবল পদে কর্মরত। তার বাড়ি সাভার উপজেলার রাজাশন এলাকায়।
রোববার রাত ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন সড়কদ দিয়ে হলে যাওয়ার সময় এক ছাত্রীকে উত্যক্ত ও হেনস্থা করার অভিযোগে ওই পুলিশ সদস্যকে গনপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রশাসনের কাছে তুলে দেয় ভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় পুলিশ কনস্টেবলের সঙ্গে থাকা বিদ্যুৎ চৌধুরী নামের এক যুবক পালিয়ে যায়।
ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী বলেন, রাতে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের সমানের রাস্তা দিয়ে হলে ফিরছিলাম। এমন সময় ওই পুলিশ কনস্টেবল ও তার সঙ্গে থাকা এক যুবক এসে আমার পথ আটকায়। আমাকে নানা ধরনের আপত্তিকর কথা বলতে থাকে। আমি চলে আসার উদ্দেশ্যে রিকশায় উঠলেও তারা আমর সঙ্গে অসভ্য আচরণ করতে থাকে। এসময় আমি আমার সহপাঠীদের ফোন করলে, তাদের দেখে কনস্টেবল এর সাথে থাকা যুবকটি বাসে উঠে পালিয়ে যায়। তবে আমার বন্ধুরা পুলিশ কনস্টেবলকে ধরে ফেলে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহিন বলেন, শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করে আমাদের হাতে তুলে দেয়। অভিযুক্ত প্রাথমিকভাবে তার দোষ স্বীকার করেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী অধ্যাপক এস এম এ মওদুদ আহমেদ বলেন, আমাদের শিক্ষার্থীরা অভিযুক্তকে হাতেনাতে ধরছে। অভিযুক্তকে আমরা আশুলিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করেছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করবে।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, আমি বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিহিত করেছি। আমরা অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
Leave a Reply