ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই: নির্বাচিত হলেন কোতোয়ালী থানার রেজাউল করীম
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুরস্কার গ্রহণ করেন কোতোয়ালী মডেল থানার এএসআই রেজাউল করিম। শ্রেষ্ঠত্বের পুরষ্কার এএসআই রেজাউল এর হাতে তুলেদেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।
আজ রবিবার ১১ জুন ২০২৩ তারিখ ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় এ পুরোস্কার প্রদান করা হয়। জানা গেছে, চোরাচালান, ওয়ারেন্ড, মাদক ও অপরাধীদের গ্রেফতারসহ বিভিন্ন অবদানের জন্য পুরস্কার স্বরূপ ক্রেষ্ট, সার্টিফিকেট সনদ ও সম্মাননার অর্থ পায়।
পুরষ্কার প্রাপ্তির পর এএসআই রেজাউল করিম বলেন,
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ এর অনুপ্রেরণা ও তাঁর দিকনির্দেশনায় আজ আমি সফলতা পেয়েছি। তিনি আরো বলেন, এই সাফল্য আমার একা নয়, কোতোয়ালী মডেল থানার সকল পুলিশ সদস্যদের। অতিরিক্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফসল পুলিশ পরিদর্শক (এএসআই)- হিসেবে আমাকে মনোনীত করেছে। যেকোনো পুরষ্কার ‘কাজে উদ্দীপনা তৈরি করে।
তিনি কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ, তদন্ত ওসি ফারুক হোসেন সহ থানার সকল পুলিশ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
Leave a Reply