নীলফামারীর ডোমারে এক স্বামীর বিরুদ্ধে তার স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেরার হরিণচড়া ইউনিয়নের আটিয়াবাড়ি মাস্টারপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত মেঘনা রানী রায় (৩৫) উপজেলার বামুনিয়া ইউনিয়নের খামার বামুনিয়া গ্রামের শচীন চন্দ্র রায়ের মেয়ে।
অভিযুক্ত স্বামী নির্মল চন্দ্র রায় (৪০) আটিয়াবাড়ি মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা।
ডোমার থানার পরিদর্শক মো. মাহমুদ উন নবী স্থানীয়দের বরাতে জানান, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার সকাল সাতটার দিকে স্ত্রী মেঘনা রানী রায়কে গলাটিপে হত্যা করেন নির্মল চন্দ্র রায়। খবর পেয়ে ডোমার থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরহতাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পরে স্থানীয়দের সহযোগীতায় নির্মল চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়।
নিহত মেঘনা রাণী রায়ের ফুফাতো ভাই প্রহল্লাদ চন্দ্র রায় অভিযোগ করে বলেন, মেঘনা রানী রায় আমার মামাতো বোন। প্রায় ১৫ বছর আগে মেঘনার সাথে বিয়ে হয় নির্মল চন্দ্র রায়ের। মেঘনা-নির্মল দম্পতির দুই সন্তান রয়েছে। আড়াই বছর আগে পঞ্চগড়ের বাংলাবান্ধায় দ্বিতীয় বিয়ে করেন নির্মল চন্দ্র রায়। এরপর থেকে মেঘনার ওপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিল। ওই নির্যাতনের ধারাবাহিকতা মঙ্গলবার মেঘনাকে গলা টিপে হত্যা করে নির্মল।
পরিদর্শক মো. মাহমুদ উন নবী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী মেঘনাকে হত্যার দায় স্বীকার করেছে গ্রেপ্তারকৃত নির্মল চন্দ্র। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Leave a Reply