গোপালগঞ্জ জেলা পুলিশ হতে পুলিশ ইন্সপেক্টর পদবীর দুজন পুলিশ কর্মকর্তার অবসর জনিত বিদায় :
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
জনাব আনসারী জিন্নাত আলী এবং জনাব দীপক কুমার বিশ্বাস যথাক্রমে ৪১ বছর এবং ৩৯ বছর বাংলাদেশ পুলিশে চাকরি করে আজ পিআরএল (অবসর উত্তর ছুটি ) এ গেলেন। চাকরি কালীন সময়ে জনাব আনসারী ও জনাব দীপক সুনামের সাথে পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি করেছেন। জনাব আনসারীর এক সন্তান নিজ যোগ্যতায় উচ্চতর ডিগ্রি নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। অন্যদিকে জনাব দীপকের এক সন্তান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ও আরেকজন ভিকারুননিসা কলেজে অধ্যয়নরত আছে।
সন্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ, জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম মহোদয় আজ দুজনের চাকরি কালীন অভিজ্ঞতা বিষয়ে কথা বলেন, তাদের সুস্থতা বিষয়ে খোঁজ খবর নেন; তাদের অবসরকালীন সুযোগ সুবিধা নিশ্চিতকরণের বিষয়ে কথা বলেন ও সব শেষে সন্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করেন।
Leave a Reply