ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক অটো ছিনতাই ও চালক হত্যাকান্ডে জড়িত তিন আসামী ঘটনা সংঘটিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার।
গত ২৯/০৬/২০২৩ তারিখ সকাল অনুমান ০৭:০০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন কামারিয়া পূর্বপাড়া রাস্তার পাশের ডোবায় জনৈক অজ্ঞাতনামা পুরুষ (বয়স অনুমান ৬৫ বছর) এর লাশ পাওয়া যায়। লাশের গলায় গোলাকৃতির কালচে দাগ দেখে ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা লাশের পরিচয় উদঘাটন করে এবং হত্যার রহস্য উদঘাটনের লক্ষ্যে কাজ শুরু করে।
জানা যায় মৃত ব্যক্তি আ: খালেক (৬৫) পিতা: মৃত কাদির, সাং: রেলওয়ে বস্তি, চায়নার মোড়, থানা: কোতোয়ালি, জেলা: ময়মনসিংহ পেশায়একজন অটোরিকশা চালক। সে গত ২৮-৬-২৩ তারিখ ১৭:৩০ ঘটিকায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। হত্যার রহস্য উন্মোচনে অভিযান পরিচালনা করে গত ২৯-৬-২৩ তারিখ রাত ১১:২০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন চরখরিচা ও জয়বাংলা বাজার এলাকা হতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকষ দল অটো ছিনতাই চক্রের তিনজন সদস্যকে আটক করতে সক্ষম হয়। ছিনতাইকারীরা হল-
১. মোঃ সোহেল(৩২), পিতা: কিতাব আলী, সাং: চর আনন্দীপুর, (ব্যাটারী বিক্রেতা)
২. জামান(২৯), পিতা: লুৎফর, সাং: চর আনন্দীপুর (সরাসরি হত্যায় জড়িত)
৩. হযরত আলী(৩৫), পিতা: হাজী গোলাম মোস্তফা, সাং: চর খরিচা বাজার,(ব্যাটারী ক্রেতা)
তারা সকলেই ময়মনসিংহ কোতয়ালি থানা এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশার ০৪টি ব্যাটারী ও নগদ ২৮০০০/- টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ২৮-৬-২৩ তারিখ রাত ২৩:৩০ ঘটিকায় পরিকল্পিতভাবে যাত্রী বেশে তারা কোতোয়ালি চায়না মোড় এলাকা হতে আঃ মালেক(৬৫) এর অটোরিকশাটি ভাড়া করে। সময় কাটানোর অজুহাতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ২৯-৬-২৩ তারিখ রাত অনুমান ১:৩০ ঘটিকায় তারা নির্জন রাস্তায় নিয়ে আঃ মালেক(৬৫) এর গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ও লাশ রাস্তার পাশে ফেলে অটোরিকশাটি নিয়ে যায়।
Leave a Reply