আফ্রিকার দেশ কেনিয়ার একটি ব্যস্ততম এলাকায় কন্টেইনারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছে। অন্তত আটটি গাড়ি, কয়েকটি মোটরসাইকেল এবং পথচারীদের চাপা দিয়েছে ট্রাকটি। এতে ৪৮ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। খবর বিবিসি ও আল-জাজিরার।
শুক্রবার স্থানীয় সময় রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কেরিচোর কাছে লন্ডিয়ানি জংশনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতে সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক বলেন, অন্তত ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে। এ সংখ্যাটি আরও বেশি হতে পারে। ধারণা করা হচ্ছে, উল্টে যাওয়া গাড়ির নিচে আরও কেউ কেউ আটকা পড়ে থাকতে পারেন।
স্থানীয় আরেক পুলিশ কমান্ডার বলেন, ট্রাকটি কেরিচো শহরের দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি অন্তত আটটি গাড়ি এবং বেশ কয়েকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় আশপাশে থাকা পথচারী, দোকানি এবং অন্যান্যরাও ট্রাকের ধাক্কায় হতাহত হন।
Leave a Reply