বদরগঞ্জে মুরগীর খামারে বিষ্ঠার দুর্গন্ধে অতীষ্ঠ পথচারী ও গ্রামবাসী।
হাবিবুর বকশী বদরগঞ্জ(রংপুর)
রংপুরের বদরগঞ্জ উপজেলায় কুতুবপুর ইউনিয়ন অরুনন্বেছার নামা পাড়া গ্রামে মুরগীর খামারে বিষ্ঠার
দুর্গন্ধে এলাকাবাসী বসবাসের মুশকিল হয়ে দাড়িয়েছে।
এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। থানার অভিযোগ সূত্রে ও এলাকাবাসী জানান
অরুনন্বেছার নামাপাড়ার মজু আহমেদ দুই বছর আগে
একটি মুরগী খামার ঐ এলাকায় ব্যবসা শুরু করেন।
নামাপাড়া,এলাকার হাফিজুর নামে এক ব্যক্তি বলেন,
মুরগীর খামারে দুর্গন্ধ বাড়িতে ছেলেমেয়ে নিয়ে টেকা
মুশকিল হয়েছে।খামারির মালিককে অনেকবার বলেছি কোন কথা শোনে না।বললে বলে আমার জায়গায় আমি খামার দিয়েছি আপনাদের কি।
হালিমা খাতুন নামে এক গৃহবধূ বলেন,মুরগী খামার থেকে গন্ধ আসেতো আসে আবার মাছি উড়ে এসে খাবারের মধ্যে পড়ে সেই খাবার খেয়ে ছেলে মেয়ে অসুখে পড়ছে।থানায় অভিযোগ দিছে কটে পুলিশ এসে বাধা করে।
আরেক নারী বলেন, মুরগী খামারে এত পচা দুর্গন্ধ আইসে মাঝে মাঝে ভাত খাবার বসলে মুখ দিয়ে বমি আইসে।ছৈল পৈল গন্ধে ভাত খাবার চায়না।মাছির ভয়ে
খাবার ঢাকি থোয়া নাগে কিন্তু গরমত বেশি ক্ষন ঢাকি
থুইলে খাবার নষ্ট হয়ে যায়। ভাই আপনারা সাংবাদিক আমাদের এই নরক থেকে বাঁচান।
অভিযুক্ত মুরগীর খামারের মালিক মজু আহমেদ কে
মুঠোফোনে পাওয়া যায়নি।
বদরগঞ্জ কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ বলেন,বিষয়টি আমাকে গ্রামবাসী জানিয়েছি মজু আহমেদকে খামার অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য বলেছি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি ঘটনাস্থল পরিদর্শনে
যেয়ে আইনগত ব্যবস্থা প্রদান করা হবে।
Leave a Reply