আশুলিয়ার জামগড়া প্রেমিকের রুম থেকে প্রেমিকার লাশ উদ্ধার!
ঢাকার আশুলিয়ার জামগড়া উত্তর পাড়া হেয়ন গার্মেন্টস রোডে মানিক ভিলা আবু সিদ্দিক ভুঁইয়ার বাসার মোঃ সজিব (২০) নামের এক যুবককের রুম থেকে মোছাঃ রিপা (১৯) এর লাশ উদ্ধার।
সোমবার ৩১ জুলাই২০২৩ইং সকাল ৬ টার দিকে উক্ত ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সজিব ও তার বড় ভাই শফিককে হেফাজতে নিয়েছে RAB, সূত্র জানায়, ভিকটিম রিপা’র সাথে সজিব মিয়ার প্রেমের সম্পর্ক ছিলো। বিয়ের জন্য চাপ দিলে সজিব রাজি হয়নি তাই তার রুমে গিয়ে ভিকটিম ফাঁসি নিয়ে আত্মহত্যা করে বলে বাসার লোকজন জানায়।
ঘটনাস্থল বাড়ির মালিক আবু সিদ্দিক ভূঁইয়ার ছেলে মানিক ভূঁইয়া বলেন, তার এই বাড়ির ১০টি রুম ভাড়া হয়নি, এই বাড়িতে ভাড়াটিয়া ঘর ভাড়া কেন নিতে আসে না এটিও রহস্যজনক। ভিকটিম নিহত নিপা আক্তারের মা বাবাসহ পরিবারের লোকজনের দাবী সজিব রিপার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে না করায় তাদের মধ্যে ঝগড়া হইছে, রাত ২টা থেকে মেয়েটিকে খোঁজে পাওয়া না গেলে এদিক ওদিক খোঁজে রাত ৩টার দিকে তারা বুঝতে পারেন ভিকটিম রিপা সজিবের রুমে অবস্থান করছে, এসময় রুমের দরজায় তালা মেরে চিৎকার দেন মেয়ের মা, এরপর বাহিরের একটি বাথরুম থেকে বেরিয়ে আসে সজিব। এরপর সজিব এর ঘরে কারো কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খোলে দেখা যায় ভিকটিম রিপা ফ্যানের সাথে ঝুঁলে আছে, তাকে রশি কেটে নিচে নামিয়ে দেখা যায় তার মৃত্যু হয়েছে। এরপর আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়া হয়, পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছেন।
আশুলিয়া থানার এসআই শরিফ আহমেদ জানান, লাশ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে ভিকটিম রিপাকে হত্যা করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছেন, উক্ত নারীর মৃত্যু রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply