গাজীপুরে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার।
হাসান রিপোর্টার:
বাংলাদেশের গাজীপুরে বাসন থানা আওতাধীন সেলিম খানের পরিত্যাক্ত জমির মধ্যে গত ৪ তারিখ বিকাল আনুমানিক চারটার দিকে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে ৯৯৯ এ ফোন দিলে লাশটি পুলিশ হেফাজতে নেয় বাসন থানা পুলিশ। পরবর্তীতে লাশের পরিচয় পাওয়ার জন্য বিভিন্ন প্রচার প্রচারণা শুরু করেন পুলিশ। পরবর্তীতে লাশটি জাফর আলীর ছেলে দুলাল মিয়ার বলে সনাক্ত করেন দুলালের ছোট ভাই মাসুম।
জানা যায় দুলাল মিয়া মুফতি অফিসে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। গত ৪ তারিখ বিকাল দুইটার দিকে বের হয়ে যায় আর ফেরত আসেনি। লা শনাক্তের পর দুলালের ভাই মাসুম মামলা দায়ের করেন। সূত্র ধরে ছায়া তদন্ত শুরু করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। হত্যাকাণ্ডের সাথে জড়িত তরিকুল ইসলাম,খোকন মিয়া, সাব্বির কে গ্রেফতার করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ উত্তরের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান। পূর্ব শত্রুতার জের ধরে দুলাল মিয়াকে হত্যাকরা হয়েছে বলে জানিয়েছেন শামসুর রহমান। আসামিদের পুলিশ রিমান্ডের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
Leave a Reply