রাকিবুল ইসলাম সোহাগ -নিজস্ব প্রতিনিধি
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহদাত বার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ এবং রাজধানীতে র্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার* র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গি, সশস্ত্র সন্ত্রাসী, জলদস্যু গ্রেফতার সহ মাদক দ্রব্য উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সমাজের বিভিন্ন স্তরের সুবিধা বঞ্চিত, দুঃস্থ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন পরিস্থিতিতে র্যাব মানুষের পাশে থেকে তাদের দুঃখ-কষ্ট লাঘবে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ আগস্ট ২০২৩ইং তারিখ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহদাত বার্ষিকী উপলক্ষে সকাল ০৫০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনে অত্র ব্যাটালিয়ন এবং কোম্পানি সমূহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। অতঃপর সকাল ১১০০ ঘটিকায় ব্যাটালিয়ন সদর দপ্তরে চিত্ত বিনোদন কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন শেষে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর বর্ণিল কর্মময় জীবনীর উপর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ আলোচনা সভা শেষে এতিমখানা মাদ্রাসায় ২০০ জন এতিম শিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরিশেষে, র্যাব-২ ব্যাটালিয়ন জামে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত কর্মসূচী সমূহের সভাপতিত্ব করেন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক অতিঃ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন খান, বিপিএম(বার), পিপিএম মহোদয়।এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশব্যাপী নিরাপত্তা প্রদানের লক্ষ্যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে র্যাব-২ এর আওতাধীন মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোল এর মাধ্যমে পর্যাপ্ত পিকআপ টহল ও মোটরসাইকেল টহল ডিউটিতে মোতায়েন করা হয়। র্যাব-০২ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করণে র্যাব-২ এর অধিনায়ক মহোদয় বিভিন্ন এলাকায় টহলটিম এর কার্যক্রমের নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন। ভবিষ্যতেও র্যাব-২ এর আওতাধীন এলাকায় নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অদূর ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে র্যাব-২ এর অগ্রণী ভূমিকা অব্যাহত থাকবে।
Leave a Reply