সিএমপি ডবলমুরিং থানার অভিযানে চোরাই চক্রের ০৬ জন আটক ও চোরাইকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার।
১৪/০৮/২০২৩ খ্রিঃ তারিখ দিবাগত রাত অনুমান ০৯.৫০ ঘটিকা থেকে ১৫/০৮/২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ০২.১৫ ঘটিকার মধ্যবর্তী সময় বাদি শওকত উল ইসলাম এর ডবলমুরিং মডেল থানাধীন রশিদ বিল্ডিং, ১০২২, স্ট্যান্ড রোডস্থ আইএমএস টাওয়ারের পাশে শওকত বিল্ডিংয়ের ২য় তলা থেকে অজ্ঞাতনামা চোর / চোরেরা আলমিরায় রক্ষিত বাদির স্ত্রীর ১২টি দেড় ভরি ওজনের হাতের চুড়ি মোট ১৮ ভরি, ০১টি ৫ ভরি ওজনের স্বর্ণের নেকলেস, ০৬টি ৩ ভরি ওজনের হাতের আংটি, সর্বমোট ২৬ ভরি স্বর্ণালংকার, প্রতি ভরি ৯০,০০০ টাকা করে সর্বমোট মূল্য অনুমান ২৩,৪০,০০০/- টাকা এবং আলমিরায় রক্ষিত নগদ ৩,০০,০০০ টাকা, ০২টি লাপটপ, তৎমধ্যে ০১টি Lenevo ব্র্যান্ডের ও ০১টি ZHD Ar ব্র্যান্ডের ল্যাপটপ দুটির মূল্য অনুমান ১,১০,০০০ টাকা, ০৬টি ঘড়ি, তৎমধ্যে ০২টি রোলেক্স ব্র্যান্ডের, ০১টি Fitron ব্র্যান্ডের, ০২টি Guess মডেলের ঘড়ি, ০১টি Pulser ব্র্যান্ডের, ০৬টি ঘড়ির সর্বমোট মূল্য ৫,০০,০০০/= টাকা ও মূল্যবান জামাকাপড়সহ আরো অন্যান্য মূল্যবান জিনিসপত্র, যাহার আনুমানিক মূল্য ৫০,০০০ টাকা অজ্ঞাতনামা চোর / চোরেরা চুরি করে নিয়ে যায়। বাদির উত্তরূপ অভিযোগের ভিত্তিতে সিএমপি ডবলমুরিং থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
মামলার প্রেক্ষিতে সিএমপি ডবলমুরিং মডেল থানার অভিযান টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত মোঃ ইদ্রিছ মিয়াকে গ্রেফতার করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ফেনী জেলার ফুলগাজী থানাধীন কলিকাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মোঃ মনির হোসেন মনির প্রঃ জসিম, মোঃ হানিফ প্রঃ এমপি হানিফ, মোঃ ইমরান হোসেন প্রঃ এমরান , মোঃ নুরনবী প্রঃ শাকিব ও আশিকুর রহমান আশিককে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত থেকে ০১টি বড় দামা (লোহার), ০৫টি ছোরা, ০৫টি বাউবি ও এন স্বর্ণের চুড়ি, নগদ ২১,৫০০/- টাকা, ০১টি বড় মাপের সিলভার কালারের সেলাই রেঞ্জ, ০১টি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে আটককৃত মোঃ জসিম প্রঃ মনির হোসেন এর বিরুদ্ধে ১৯টি মামলা, মোঃ হানিফ প্রঃ এমপি হানিক এর বিরুদ্ধে ১১টি মামলা, মোঃ ইমরান হোসেন এর বিরুদ্ধে ৫টি মামলা, মোঃ নুরনবী প্রঃ শাকিব এর বিরুদ্ধে ৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
Leave a Reply