গাজীপুর, বাসন থানাধীন টেকনগপাড়া এলাকায় চান্চল্যকর গৃহবধূ হত্যা মামলার এজাহার নামীয় একমাত্র আসামী’কে গ্রেফতার করেছে RAB-14*)
গত ০৪-০৮-২৩ খ্রি: রাত ০৮.৩০ ঘটিকায় জনৈক আল আমিন (৩০) তার শ্যালক রাজু’কে মোবাইল ফোনে জানান যে, তার স্ত্রী ভিকটিম লিপা আক্তার (২৫) গুরুতর অসুস্থ্য অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরদিন ০৫-০৮-২৩ খ্রি: রাত ০৭:৪০ ঘটিকায় আল আমিন (৩০) তার শ্যালক রাজু’কে ফোন করে জানায় যে, তার স্ত্রী নিপা মারা গেছে। সংবাদ পেয়ে ভিকটিম নিপা আক্তার (২৫) এর পিতা মো: মন্টু মিয়া আত্মীয় স্বজন সহ হাসপাতালে গিয়ে জানতে পারেন, ভিকটিম নিপা আক্তার (২৫) এর লাশ তার জামাই আল আমিন (৩০) তার গ্রামের বাড়ী কিশোরগঞ্জ জেলার কটিয়াদি তে নিয়ে গেছেন। ভিকটিমের পিতা আত্মীয় স্বজনসহ তার জামাইয়ের গ্রামের বাড়ী উপস্থিত হয়ে জানতে পারেন, তার মেয়ের লাশ কোন ধরনের ময়নাতদন্ত ছাড়াই আসামী আল আমিন তাদের পারিবারিক গোরস্থানে দাফন করেছে। তিনি জানতে পারেন, তার মেয়েকে তার জামাই বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করতো। ঘটনার দিন শারীরিক নির্যাতনের কারণে ভিকটিম গুরুতর অসুস্থ্য হলে তাকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এই সংক্রান্তে ভিকটিমের পিতার অভিযোগের ভিওিতে জিএমপি, বাসন থানার মামলা নং- ১২, তারিখ- ০৮-০৮-২০২৩ ইং, ধারা- ৩০২/২০১ পেনাল কোড রুজু হয় এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন এর জন্য র্যাব-১ সি পি এস সি এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ জেলাধীন ভৈরব থানা এলাকা হতে অদ্য ইং ২৫-০৮-২০২৩ তারিখ অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় একমাএ আসামি ১। মো: আল আমিন (৩০) কে গ্রেফতার করে।
Leave a Reply