রাকিবুল ইসলাম সোহাগ-নিজস্ব প্রতিনিধি- (সাভার)-
আশুলিয়ার ঘোষবাগ থেকে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ ওসমান কে গ্রেফতার করেছে র্যাব-৪।
ঢাকা জেলা আশুলিয়া থানা ইয়ারপুর ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড ঘোষবাগ কুন্ডলবাগ আতাউর এর বাড়িতে ১৪ বছরের কিশোরী কে ধর্ষনের অভিযোগে রড মিস্ত্রী ও ভন্ড কবিরাজ ওসমান কে গ্রেফতার করেছে র্যাব-৪।
ভুক্তভোগী কিশোরীর বাড়ি নীলফামারী ঘোষবাগের কুন্ডলবাগ এলাকায় আতাউর এর ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলো তার পরিবার।ভন্ড কবিরাজ ও রড মিস্ত্রি ওসমান এক তলায় থাকতো একই বাসায় তিন তলায় কিশোরী বাবা মায়ের সাথে ভাড়া থাকতো।কিশোরীর বাবা বেশ কিছু দিন যাবৎ অসুস্থ থাকায় কারনে ওসমান বলে তার বাবা কে কুফরী কালাম করে জাদু টোনা করা হয়েছে। এবং কিশোরীর বাবা কে জার ফোঁক করে সুস্থ করতে হবে সেই সুবাদে ২০-০৯-২০২৩ তারিখ সন্ধ্যা ৭ ঘটিকায় ওসমান তাদের বাসায় যায়। জার ফোঁক করার জন্য এসময় ভন্ড কবিরাজ ওসমান বলেন তার মেয়েকে ও বান জাদু টোনা করা হয়েছে তাকে ও জার ফোঁক করতে হবে। এসময় শয়তানের নিঃশ্বাস নামক ক্যামিকেল ব্যাবহার করে মেয়ের বাবা কে বস করে ওসমান। কিশোরীর বাবার সামনেই ওসমান জার ফোঁক এর কথা বলে রুমের টয়লেটে নিয়ে যায় ওসমান এবং সেখানে সেই কিশোরী কে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে এলাকার কিছু প্রাভাব শালি স্থানী লোকজন নিয়ে ধর্ষক ওসমান বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিশোরীর পরিবার কোন উপায় না পেয়ে ২১/০৯/২০২৩ তারিখে নবীনগর র্যাব-৪ এ লিখিত অভিযোগ দায়ের করিলে র্যাবের একটি টিম ঘটনা স্থলে আসে এবং সত্যতা যাচাই করে আসামি কে গ্রেফতার করে। থানায় হস্তান্তর পক্রিয়াধীন বলে জানায় র্যাব-৪ সিপিসি-২।
Leave a Reply