হারিয়েছে হারিয়েছে হারিয়েছে
আমি নিম্ন স্বাক্ষর কারী মোঃ দেলোয়ার হোসেন (৪১) পিতা: মোঃ তোতা মিয়া, মাতা: সফুরা বেগম,জাতীয় পরিচয় পত্র নং: ৪৬৪০৯৭২১৮০, ঠিকানা ( স্থায়ী) – থানা – সাভার, জেলা – ঢাকা ও ঠিকানা ( বর্তমান)-, গ্রাম-, ইউনিয়ন / ওয়ার্ড- ইয়ারপুর,থানা- সাভার, জেলা – ঢাকা, মোবাইল নং ০১৬৮২৪৫৪০৫৫।
এই মর্মে জানাচ্ছি যে,গত রোজ সোমবার,১০এপ্রিল ২০২৩ ভোর ০৫:৩০ ঘটিকার সময় আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন এর নিশ্চিন্তপুর এলাকা থেকে আমার ডকুমেণ্ট হারিয়ে গিয়েছে।নিম্নে আমার ডকুমেন্ট এর বিস্তারিত বিবরণ ও ঘটনার বিবরণ প্রদান করা হলো।
আমার ডকুমেন্ট এর বিবরণ:
ধরন : শিক্ষার্থী পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড
রেজিষ্ট্রেশন নং:1810878516
প্রতিষ্টানের নাম- ইয়ারপুর হাইস্কুল
শিক্ষার্থীর নাম :মোসাঃ দিলরুবা আক্তার বর্ষা
মাতার নাম : মোসাঃ খদেজা বেগম
রোল নাম্বার : 116574-শাখা : 2019-20
জন্ম তারিখ : ১৫ এপ্রিল, ২০০৬
ঘটনার বিবরণ : বর্নিত শিক্ষার্থী পরিক্ষার রেজিষ্ট্রেশন কার্ডটি নিশ্চিন্তপুর বাসার ভিতরে নিজের অজান্তে হারিয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করে ও কোনো সন্ধান পাওয়া যায় নাই, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডাইরিভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।
অতএব,উপরোক্ত বিষয়টি আপনার থানায় সাধারণ ডাইরীভূক্ত করিতে জনাবের মর্জি হয়।জিডি নং-১৬০৬ তাং১৯/০৪/২০২৩ ইং
Leave a Reply