বুধবার (৪ অক্টোবর) সকাল ৯ঘটিকার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামে এ ঘটনা ঘটে, নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৪৮)। তিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামের মৃত আব্দুর রহমান কালার ছেলে। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।গ্ৰেফতার মোঃ উসমান গণি (৫০) নিহতের আপন বড় ভাই,দুজনে এক বাড়িতে বসবাস করে আসছিলো।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তারা পাঁচ ভাই। কিছুদিন ধরে মেজো ভাই ও সেজো ভাই এই দুজনের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বিচার ও হয়েছে,তবে কোনো সুরাহা হয়নি। বুধবার সকালে ভিকটিম ফারুক হোসেন গোসলখানায় গোসল করতে গেলে উসমান গণি অতর্কিত ভাবে দা দিয়ে হামলা করে কুপিয়ে তাকে জখম করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক বড় ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক ( ওসি অপারেশন) নির্মল কুমার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply