মোঃ রিপন-আশুলিয়া প্রতিনিধিঃঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া এলাকা হতে পঞ্চগড়ের আটোয়ারীতে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর সামিউল ইসলাম শয়ন (২৬)’কে অপহরণ করে মাঝ রাস্তায় চলন্ত মোটরসাইকেল হতে ফেলে দিয়ে হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামী মাসুদ রানা শুভ (২১), জেলা-ঠাকুরগাঁও’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, গত ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পঞ্চগড় জেলার আটোয়ারী থানাধীন সদর হাসপাতালের সামনে ভিকটিম সামিউল ইসলাম শয়ন এবং গ্রেফতারকৃত আসামী মাসুদ রানা শুভ ও তার এক সহযোগীর মধ্যে টাকা পয়সা লেনদেনের বিষয় নিয়ে বাক বিতন্ডার সৃষ্টি হলে গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগী কৌশলে ভিকটিম’কে পল্লী বিদ্যুৎ মোড়ে চা খাওয়ার জন্য মোটর সাইকেলে উঠতে বললে সে সরল বিশ্বাসে তাদের মোটরসাইকেলে উঠে। পরবর্তীতে তাকে সেখানে না থামিয়ে অন্যস্থানে নিলে ভিকটিম ও তাদের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাথায় সজোরে আঘাত করে ভিকটিম’কে মাঝ রাস্তায় ফেলে দিয়ে দ্রুত গতিতে মোটর সাইকেল নিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিম’কে ঘটনাস্থল হতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ভিকটিমের পরিবার খবর পেয়ে দ্রুত হাসপাতালে আসে এবং পরে ভিকটিমের অবস্থা আশঙ্কা জনক হলে ভিকটিমের পরিবার ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। ঐদিন রাতেই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পঞ্চগড় জেলার আটোয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যাকান্ডের ঘটনায় মামলা রুজুর পর থেকে হত্যাকারী আত্মগোপন করে। উক্ত ঘটনাটি দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াসহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।র্যাব-এর ছায়া তদন্তের মাধ্যমে উক্ত আসামীর স্থান সনাক্ত করা সহ তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply