তুমব্রু সীমান্তের কোনাপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনাকালে র্যাবের উপর আক্রমণ ও র্যাব সদস্য হত্যা চেষ্টা মামলার আসামী আরসা সদস্য সোহেলকে উখিয়ার বালুখালি থেকে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
গত ১৪ নভেম্বর ২০২২ তারিখে বাংলাদেশের সীমান্তবর্তী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নের ০২নং ওয়ার্ডের তুমব্রু বাজার সংলগ্ন কোনারপাড়া এলাকায় গোয়েন্দা সংস্থা ও র্যাবের মাদকবিরোধী যৌথ অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় গোয়েন্দা সংস্থার একজন উর্ধ্বতন কর্মকর্তা নিহত ও একজন র্যাব সদস্য গুরুত্বর আহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে র্যাব-১৫ কর্তৃক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-০১/১৬০, তাং ০১/১২/২০২২, ধারা-১৪৩/১৪১/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৩৪ দঃ বিঃ। এই নৃশংস ঘটনা সংঘঠিত হওয়ার পর থেকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিবিড়ভাবে কাজ করতে থাকে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ অক্টোবর ২০২৩ তারিখ অনুমান ১১.০০ ঘটিকার সময় র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল ক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সোহেল (২০) (রোহিঙ্গা), পিতা-রশিদুল্লাহ, মাতা-শাকেরা বেগম, স্ত্রী-রুমানা খাতুন, সাং-জিরো লাইন, ০৪নং সিরিয়াল, মাঝি মৌলভী মজিবুল্লাহ, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply