ঢাকা জেলার আশুলিয়ায় ডিবি পরিচয়দানকারী চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪ সিপিসি-২।
র্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৪ অক্টোবর ২০২৩ তারিখ রাতে ভুয়া ডিবি পরিচয়ে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের মূলহোতা আমিনুল ইসলামসহ চক্রের নিম্নোক্ত আসামীদেরকে গ্রেফতার করা হয়ঃমোঃ আমিনুল ইসলাম (৪৫), জেলা-সিরাজগঞ্জ, মোঃ শামীম হোসেন (৪৫), জেলা-ফরিদপুর,মোঃ কাহিরুল ইসলাম খাইরুল (৪৫), জেলা-ঢাকা। বিগত বেশ কিছুদিন যাবত আশুলিয়া, সাভার, ধামরাই, নরসিংদী এবং রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি/ছিনতাইয়ের ঘটনায় একাধিক মামলার রুজু হয় যার প্রেক্ষিতে একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন যে, একটি সংঘবদ্ধ চক্র ভুয়া ডিবি পরিচয়ে বিগত বেশ কিছুদিন যাবত অত্র এলাকায় চাঁদাবাজি করে আসছে। এছাড়াও গত ২৪ সেপ্টেম্বর ডিবি পুলিশ পরিচয়ে প্রকাশ্যে একজন ইলেকট্রিক মিস্ত্রিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ডেন্ডাবর এলাকায় আটকিয়ে ভুক্তভোগীকে মারধরসহ প্রাণনাশের হুমকি প্রদান করে ৫০,০০০/- টাকা চাঁদা দাবি করে, যা এলাকায় ব্যপক চাঞ্চলের সৃষ্টি করে। ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে সাভার-আশুলিয়া এলাকায় ছিনতাই/চাঁদাবাজি করে আসছিলো। ধৃত আসামীদের বিরুদ্ধে দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সহ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply