কক্সবাজার প্রতিনিধি-
কক্সবাজারের আলীর জাহাল এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, নাশকতা ও অন্তর্ঘাতমূলক কার্যক্রমের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী কক্সবাজার সদরের রুমালিয়াছড়া এলাকা থেকে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সৃষ্টিলগ্ন থেকে বাংলাদেশে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে যে কোন ধরনের নাশকতা, অনাকাঙ্খিত, অপ্রীতিকর ও অরাজকতামূলক পরিস্থিতি এড়াতে র্যাব তৎপর রয়েছে। জনজীবন স্বাভাবিক ও জানমালের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষার জন্য র্যাব-১৫ এর দায়িত্বাধীন কক্সবাজার ও বান্দরবান জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে র্যাবের আভিযানিক দল সদা অভিযান পরিচালনাসহ আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করছে।
এরই ধারাবাহিকতায়, কক্সবাজার সদর মডেল থানার মামলা নং ৫৩/৬০১, তাং ৩০/১০/২৩, বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ১৫(৩) তৎসহ বিস্ফোরকদ্রব্য আইন-১৯০৮ সালের ৩ ধারা মোতাবেক কক্সবাজারের আলীর জাহাল এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, নাশকতা ও অন্তর্ঘাতমূলক কার্যক্রমের ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকে। একপর্যায়ে গত ০৬ নভেম্বর ২০২৩ তারিখ অনুমান ০৮.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদরের রুমালিয়াছড়া এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত মামলার এজাহারনামীয় ১০নং আসামী তানজিমুল হক (৩০), পিতা-মাওলানা নুর মোহাম্মদ, সাং-দক্ষিণ রুমালিয়াছড়া, সদর মডেল থানা, কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply