রাকিবুল ইসলাম সোহাগ -বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ইছাপুরা এলাকায় চাঞ্চল্যকর সাবেক যুবলীগ নেতা ও ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুন (৪০)’কে কুপিয়ে ও গুলি করে হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামী তৌকির (২৪) কে গ্রেফতার করেছে র্যাব-৪।
গত ০৪ ডিসেম্বর ২০২৩ তারিখে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন ইছাপুরা এলাকার সাবেক যুবলীগ নেতা ও ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুন ইছাপুরা চৌরাস্তা হতে ব্যক্তিগত কাজ শেষে বাড়ী যাওয়ার পথে রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় বটতলা বাজারের পৌঁছানো মাত্র পূর্ব হতে ওৎ পেতে থাকা কতিপয় সস্ত্রাসীরা মোটর সাইকেলযোগে তার পথরোধ করলে ভিকটিম জহিরুল ইসলাম মামুন প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পাশের বাগানে আশ্রয় নেয়। এ সময় সন্ত্রাসীরা ভিকটিম জহিরুল ইসলাম মামুনকে এলোপাথারিভাবে রামদা দিয়ে মাথায় ও হাতে কুপিয়ে গুরুত্বর জখম করে। এক পর্যাযে সন্ত্রাসীরা তার মৃত্যু নিশ্চিত করার জন্য আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় গুলি করে মোটর সাইকেলযোগে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে নৃশংস এই হত্যাকান্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হয়। উক্ত হত্যাকান্ডের জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকালে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর হত্যাকান্ডের মূলহোতা ও প্রধান আসামি ১। তৌকির মোল্লা (২৪), থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশালকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বের শত্রুতার জের ধরে দীর্ঘদিন যাবৎ ভিকটিম জহিরুল ইসলাম মামুনের সাথে দ্বন্দ্ব চলে আসছিলো
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply