নিজস্ব প্রতিনিধি- সাভারের আশুলিয়া শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার(৩০শে জানুয়ারী ২০২৪ইং)বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই)আবুল হাসান।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১০ঘটিকার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে মাদককারবারী মোঃ দুরুল হুদা(৩৫)কে আটক করা হয়।আটককৃত হলো-বগুড়া জেলার ধুনট থানার কুড়িগাতি গ্রামের মোঃ বজলার রহমান এর ছেলে মোঃ দুরুল হুদা(৩৫)’মোঃ দুরুল হুদা আশুলিয়ার শ্রীপুর নতুন নগর এলাকার শফি মিয়ার বাড়ীর ভাড়া থেকে এই মাদক ব্যবসা পরিচালনা করতো।পুলিশ জানায়,গতকাল রাত আনুমানিক সাড়ে ১০ ঘটিকাযর দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আশুলিয়ার শ্রীপুর বাসষ্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নিচে পশ্চিম পাশে টাংগাইল চন্দ্রাগামী মহাসড়ক সংলগ্ন ফুটপাত রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করিতেছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০১পিস ইয়াবাসহ মোঃ দুরুল হুদা (৩৫)কে আটক করা হয়।এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এসআই)আবুল হাসান বলেন,আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।সেই সাথে আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply