আশুলিয়ার জামগড়া এলাকা হতে ডাকাতি প্রস্তুুতি কালে পাঁচজন ডাকাতকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ
সাভারের জামগড়া চৌরাস্তা সাউথ বেঙ্গল সিএনজি পাম্প এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার, একটি মোটর সাইকেল ও দেশীয় অস্ত্র সহ চিহ্নিত ডাকাতসহ ০৫ (পাঁচ) জনকে গ্রেফতার করেছে, আশুলিয়া থানার এসআই অমিতাভ চৌধুরী (অমিত)।
আটককৃত মোঃ জিসান মন্ডল (২৪) গাজীপুর জেলার কাশিমপুর থানার বাগবাড়ি পূর্বপাড়া এলাকার মোঃ কালাম মন্ডলের ছেলে । সে গাজীপুরের কাশিমপুর থানায় দুটি মামলা আসামী।
সাভার উপজেলা আশুলিয়া শিল্পাঞ্চল এলাকায় ছিনতাই ও ডাকাতি করিয়া আসিতেছে। উক্ত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আটকৃত অপর আসামিরা হলেন, গাজীপুর কাশেমপুর থানার বাগবাড়ি পূর্বপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে, রাজু আহম্মেদ (২৪) । বগুড়া জেলার শেরপুর থানার মোস্তাফিজুর রহমানের ছেলে আব্দুল মমিন ২৫),সে আশুলিয়ার নরসিংহপুর, সরকার মার্কেটের সাইফুল মন্ডলের বাড়ীর ভাড়াটিয়া। বগুড়া জেলার শেরপুর থানার মোঃ আশরাফুল ইসলামের ছেলে মোঃ নয়ন ইসলাম (২৩) আশুলিয়ার গোরাট এলাকার রশিদের বাড়ীর ভাড়াটিয়া। নীলফামারী জেলার ডিমলা থানার মৃত আব্দুল লতিফের ছেলে মোঃ সৈনিক ইসলাম, আশুলিয়ার গোরাট এলাকার জামাল মন্ডলের বাড়ীর ভাড়াটিয়া।
তাদের কাছ থেকে একটি এক্সিও প্রাইভেটকার, ঢাকা মেট্রো-গ-২৭-৫৫০৮, একটি ইয়ামাহা মোটর সাইকেল, কুমিল্লা-ল-১১- ২১৩৬, লোহার দুইটি ছ্যানদা, একটি চাইনিজ কুরাল, একটি ষ্টীলের সুইচ গিয়ার ও একটি কাঠের লাঠি, উদ্ধার করে পুলিশ।
আশুলিয়া থানার এস আই অমিতাভ চৌধুরী অমিত বলেন, আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী নির্যাতন সহ ডাকাতির মামলা রয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আমরা দেশীয় অস্ত্র সহ আটক করি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।।
Leave a Reply