রবিউল ইসলাম-(আশুলিয়া প্রতিনিধি)আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গুমাইল এলাকা থেকে ১কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী-কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ ফ্রেব্রুয়ারি) সকাল ১০টার সময় এ তথ্যটি নিশ্চিত করেন আশুলিয়া থানার চৌকস পুলিশ অফিসার এসআই আবুল হাসান। এসময় তিনি বলেন,ওসি এফ এম সায়েদ স্যারের নির্দেশনায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত্র ১২টা ৩০ মিনিটের সময় আশুলিয়ার উত্তর গুমাইল এলাকার রহম উদ্দিনের বাঁশ-বাগান থেকে ১কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-১) সুজন মাঝি (২০) পিতা সাত্তার মাঝি,গ্রাম পশ্চিম বড় বুইচাকাঠি,থানা নাজিরহাট,জেলা পিরোজপুর।
আশুলিয়া থানার এসআই আবুল হাসান এর নেতৃত্বে একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত্র ১২টা ৩০ মিনিটের সময় আশুলিয়ার উত্তর গুমাইল এলাকার রহম উদ্দিনের বাঁশ-বাগান থেকে তাকে ১কেজি গাঁজাসহ আটক করা হয়। জানা যায় আটক সুজন মাঝি আশুলিয়ার নরসিংহপুরের বাংলাবাজার এলাকার সিরাজুল ইসলামের বাসায় ভাড়া থেকে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করতো।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম সায়েদ সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply