যুবলীগ নেতা শিমুল হত্যায় জড়িত ২ জন আসামিকে ১২ ঘন্টায় গ্রেফতার করল পিবিআই যশোর
যশোর কোতয়ালী থানাধীন গোবিলা পূর্বপাড়া গ্রামের মোঃ মোকলেছুর রহমানের পুত্র শিমুল হোসেন (৪৯) গত ২১/০৩/২০২৪ খ্রিঃ রাত অনুমান ০৮:২০ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন গোবিলা গ্রামস্থ মধ্যপাড়ায় বসবাসকারী জনৈক মোঃ তরিকুল ইসলাম এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম শিমুল হোসেন’কে খুন করার উদ্দেশ্যে আসামী বুলবুল ও শিমুল ধারালো গাছি দা দিয়া তার মাথা ও পায়ে বিভিন্ন স্থানে কোপ মেরে মারাত্মক রক্তাক্ত জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। তখন ভিকটিমের সাথে থাকা আমিরের ডাক চিৎকারে আশে-পাশে থাকা লোকজন ভিকটিমকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরে নিয়া গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।
হত্যাকান্ডের বিষয়টি পিবিআই যশোর অবগত হয়ে পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত্বাবধান ও দিক নিদের্শনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মীর রেজাউল হোসেন ,এসআই (নিঃ) স্নেহাশিস দাশ, এসআই (নিঃ) ডি এম নুর জামাল হোসেন, এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ যশোর জেলার আভিযানিক দল কর্তৃক গত ২২/০৩/২০২৪ খ্রিঃ সময় সকাল ১১.৩০ ঘটিকার সময় উত্তরা পশ্চিম থানা, ডিএমপি ঢাকা পুলিশের সহায়তায় আসামি ১। মোঃ বুলবুল হোসেন (৪৮), পিতা-মৃত জামির আলী বিশ্বাস, ২। মোঃ নাঈম হোসেন (২৫), পিতা-মৃত হযরত আলী গাজী, উভয় সাং-গোবিলা, থানা-কোতয়ালী, জেলা-যশোরদ্বয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তি মোতাবেক হত্যাকান্ডে ব্যবহৃত দুটি গাছি দা জনৈক বিল্লালের পানির পাম্পের ড্রামের ঢাকনার নিচ থেকে উদ্ধার করা হয়।
গ্রেফতারপূর্বক উক্ত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম শিমুল স্থানীয় সেচ্ছাসেবক লীগের সেক্রেটারী। তারা একই গ্রামে বসবাস করে। পূর্ব শত্রুতার জের ধরে তারা গত ২১/০৩/২০২৪ খ্রিঃ রাতে ভিকটিম শিমুল একই গ্রামের আমির হোসেন এর সাইকেলে বাজার থেকে বাড়ি ফেরার পথে তরিকুল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে আসামি নাঈম ও আসামি বুলবুল ভিকটিমকে এলোপাতাড়ি কোপা দিয়ে হত্যা করে মর্মে স্বীকার করে। উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে যশোর কোতয়ালী থানার মামলা নং-৮৪, তারিখ : ২৩/০৩/২০২৪ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিঃ) মীর রেজাউল হোসেন ঘটনা সংক্রান্তে জড়িত আসামিদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করলে অদ্য ২৩/০৩/২০২৪ খ্রিঃ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমালী আদালত, যশোর আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply