নিজস্ব প্রতিনিধি-ঢাকা জেলার ধামরাই এলাকায় কথিত সাংবাদিক ও আইন শৃঙ্খলাবাহিনীর ভূয়া পরিচয় দানকারী প্রতারক আব্দুল মান্নান @ ডিবি মান্নান (৫৪)সহ ০৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪।*
১। র্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই ও প্রতারণাকারী চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ০২ এপ্রিল ২০২৪ তারিখ রাতে ঢাকা জেলার ধামরাই থানাধীন কাওয়ালী বাজার এলাকায় অভিযান চালিয়ে কথিত সাংবাদিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর মিথ্যা পরিচয়ে প্রতারণাসহ চাঁদাবাজ চক্রের মূলহোতা আব্দুল মান্নান @ ডিবি মান্নান (৫৪) সহ ০৩ সদস্যকে গ্রেফতার করা হয়।
২। বিগত বেশ কিছুদিন যাবত একটি প্রতারক চক্র ধামরাই, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকের ভূয়া পরিচয়ে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছিলো। ভুক্তভোগীদের এমন অভিযোগের প্রেক্ষিতে একটি সংঘবদ্ধ চক্র যারা সাধারণ মানুষকে কখনো নিজেদেরকে পুলিশ, কখনো সাংবাদিক ও আবার কখনো বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর মিথ্যা পরিচয় প্রদানকারী নিম্নোক্ত ০৩ জন প্রতারককে গ্রেফতার করা হয়ঃ
*ক। মোঃ আব্দুল মান্নান @ ডিবি মান্নান (৫৪), জেলা-ঢাকা।*
*খ। মোঃ ফারুক হোসেন@ সাংবাদিক ফারুক (৪৪), জেলা-ঢাকা।*
*গ। মোঃ সাইফুল ইসলাম (২২), জেলা-মানিকগঞ্জ।*
৩। গ্রেফতারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা বিভিন্ন সময় নিজেদেরকে সাংবাদিক, ডিবি পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে গত ৮-১০ বছর প্রতারণা ও চাঁদাবাজির মত ঘটনা ঘটিয়ে আসছিলো।
৪। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ অপরাধীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোরালো সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply