ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাসের পর মাস হাসপাতালের আইসিইউ’তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অনেকে। ছিনতাইকারীর ভয়ে সন্ধ্যার পর সাভার যেন অনিরাপদ জনপদ।
খোঁজ নিয়ে জানা যায়, এপর্যন্ত যতো ছিনতাই হয়েছে তার বেশিরভাগই ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদ, সাভার বাসস্ট্যান্ড এলাকার স্মরণিকা গেটের সামনে, শিমুলতলা, ডগরমোড়া, সিআরপি, মাশরুমের বড় মাঠ, রেডিও কলোনী, সিএন্ডবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রধান গেটের আগে আরিচামুখী লেনে এইসব স্থানে। তবুও ছিনতাইয়ের হটস্পট চিহ্নিত করে নেওয়া হচ্ছে না ব্যবস্থা।
অনুসন্ধানে জানা যায়, গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত এসব স্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেছেন ২ জন। তাদের ছুরিকাঘাতে প্রায় দুইজন মাসের পর মাস হাসপাতালে চিকিৎসাধীন, আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন একজন। আহত হয়েছেন অর্ধশতাধিক। এছাড়া সাভার মডেল মসজিদ থেকে সিঅ্যান্ডবি এলাকা পর্যন্ত প্রায় শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে গত ৩ মাসে। এদের মধ্যে এক নারী সিঅ্যান্ডবি এলাকায় ছিনতাইয়ের শিকার হলেও তিনি মোবাইল হারানোর সাধারণ ডায়েরি করেন। সঙ্গত কারনে ছিনতাইয়ের শিকার হলেও অনেকে বিষয়টি প্রকাশ করতে চান না কিংবা আইনের আশ্রয় না নিলেও থানার শরণাপন্ন হন অনেকেই।
সম্প্রতি গত ১২ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাজ্জাদ নামের এক ফার্ণিচার দোকানের রং মিস্ত্রি নিহত হয়। নিহত সাজ্জাদ হোসেন ঢাকার মোহাম্মদপুর থানার রায়েরবাজার ছাতা মসজিদ এলাকার মো. শাহীন আলম নুরার ছেলে। এঘটনায় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বানুয়ান ঢাঙ্গের বাজার এলাকার জালাল বাবুর্চির ছেলে আল-আমিন (১৯) কে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এদিকে গত ১ ফেব্রুয়ারি সাভারের জুবায়ের খান নামের এক ওষুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ঢাকা-আরিচা মহাসড়কের আমিন কমিনিটি সেন্টারের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন।
গত ৯ ফেব্রুয়ারি রাতে সাভার সিটি সেন্টার সংলগ্ন ওভার ব্রিজের নিচে ও শিমুলতলা এলাকার পল্লীবিদ্যুত অফিসের পাশে মসজিদের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই কিশোর গুরুতর আহত হন। আহত নাহিদ আল-মুসলিম গ্রুপের পোশাক কারখানার শ্রমিক ও অপরজন রাতুল ইসলাম শিমুলতলা এলাকার একটি জুতার কারখানায় কাজ করেন। তারা চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ রয়েছেন।
গত ৩১ মার্চ ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন রাবেয়া ক্লিনিকের পাশে দুই ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন রবিউল ইসলাম (২০) নামের একজন বিক্রয়কর্মী। প্রায় ১০ দিন তিনি সাভারের এনাম মেডিকেলে আইসিইউ’তে ও আজ পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া ঢাকা আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় রিকশা থামিয়ে নগদ টাকা মোবাইল ছিনিয়ে নেয়। নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী বলেন, একটা মোবাইল ফোন আর সাত থেকে আট হাজার টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইয়ের কথা বললেই মামলা করতে হতো। আমার স্বামী প্রবাসী, বাসায় আমি একা। মামলায় নারী হয়ে ঝামেলায় জড়াতে চাই নি। শুধু আশুলিয়া থানায় একটি মোবাইল হারানোর সাধারণ ডায়েরি করেছি। এছাড়া প্রায় শতাধিক মানুষ ছিনতাইয়ের শিকার হয়েছেন। তবে তারা কোন ধরনের আইনি সহায়তা নেন নি।
ছিনতাইয়ের কবল থেকে রক্ষা পাওয়া আব্দুস সালাম বলেন, গত ১৩ এপ্রিল সাভার মডেল মসজিদের সামনে দিয়ে ব্যাংক কলোনী যাওয়ার জন্য রিকশায় উঠি। রিকশাটি ব্যাংককলোনী সড়কের মাথায় গেলে তিনজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করার চেষ্টা করে। এসময় রিকশাচালক ছিনতাইকারীদের ওপরে রিকশা তুলে দিতে গেলে তারা সরে যায়। সেবার রিকশাচালকের বুদ্ধিমত্তায় বেঁচে যাই। সাভার সিঅ্যন্ডবি থেকে মডেল মসজিদ পর্যন্ত গত তিন মাসে প্রায় শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অনেকে থানায় অভিযোগ দায়ের করেন আবার অনেকেই নীরব ভুমিকায় থাকেন।
এব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) আব্দুল্লাহিল কাফি বলেন, ইতিমধ্যেই আমরা একটি ঘটনায় একজন হত্যাকারী গ্রেপ্তার করে আজ আদালতে পাঠিয়েছি। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। তিনি আরও বলেন, যে কোন ঘটনা ঘটলে অর্থাৎ হত্যাকান্ডের ঘটনা একজনের দ্বারা খুব কম সংঘটিত হয়। সংঘবদ্ধ হয়েই কিন্তু বেশিরভাগ সময় এধরনের ঘটনা ঘটে থাকে
Leave a Reply