আশুলিয়ায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে রাকিব শেখ নামের বিএনপি সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ ই মে) দুপুরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সজীব হোসেন গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেন। এর আগে গতকাল রোববার মধ্য রাতে আশুলিয়ার নরসিংহপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিব শেখ গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার আশরাফুলের ছেলে। তবে ভোটার আইডি কার্ডে এই পরিচয় থাকলেও তার বাড়ি বাগেরহাট জেলায় বলে প্রাথমিক ভাবে জানা যায়।
পুলিশ জানান, গ্রেপ্তারকৃত রাকিব শেখ বিভিন্ন সময়ে মেয়ে দিয়ে ছেলেদের টার্গেট করতো। পরে সাক্ষাতের কথা বলে জিম্মি করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতো। এ ব্যাপারে গত ১৫ দিন আগে একটি অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তারের পর মূলহোতা রাকিব শেখ পালিয়ে যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সজীব হোসেন বলেন, কিছু দিন আগে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার একটি অভিযোগ আসে। সে প্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করা হয় । তবে মূল হোতা রাকিব শেখ পালিয়ে যায়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নরসিংহপুর থেকে রাতে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার রাকিব শেখ বিভিন্ন সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে ওই এলাকায় প্রভাব বিস্তার করতো। এছাড়া সে ডিবি পুলিশের সদস্য দাবী করে জিম্মিদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতো। রাকিব শেখ গোপালগঞ্জে বাড়ি পরিচয় দিলেও মূল ঠিকানা বাগেরহাট জেলায়। কোন একসময় প্রতারণার মাধ্যমে তিনি এই ভোটার কার্ড তৈরী করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিএনপির একজন সক্রিয় কর্মী বলে জানান।
এ বিষয় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব হোসেন বলেন, গোপন খবর পেয়ে তাকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হই। আজ সকালে তাকে আদালতে প্ররন করা হয়েছে
Leave a Reply