রাজধানীতে ধাক্কা পার্টির ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই চক্রের সদস্যরা- টার্গেটকৃত ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে ঝগড়া সৃষ্টি করে ফায়দা লুটে নিয়ে স্থান ত্যাগ করে। এমনই এক ঘটনায় রাজধানীর ইসলামপুর থেকে এক ব্যক্তির কাছ থেকে ৭০ লাখ টাকা ছিনতাই করেছে তারা। এই ঘটনায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী খোকন দাস ওরফে বাইল্যা খোকন, মূল অপারেশনাল সংগঠক রেজাউল করিম এবং ভুক্তভোগীর গতিবিধি রোধ করা দলের কামাল হোসেনকে গ্রেফতার করেছে ডিবি।
বুধবার (২৯ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবি লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান। তিনি জানান, ডিবির লালবাগ বিভাগের কোতোয়ালি টিমের নেতৃত্বে চট্টগ্রাম এবং খুলনায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির ডিসি মশিউর বলেন, মা বুলিয়ান এন্ড সিলভার জুয়েলার্স এর ম্যানেজারের নির্দেশে কর্মচারী মহিউদ্দিন গত ২৬ এপ্রিল কদমতলী খেজুরের গলিতে অবস্থিত মসলা এন্টারপ্রাইজের কাছাকাছি আরত থেকে ৭০ লাখ টাকা একটা নীল রংয়ের স্কুলে বেগে ঢুকিয়ে তাঁতি বাজারের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেয়। বিকাল পোন ৫টায় ইসলামপুরের নবনারায়ণ লেনের প্রবেশ মুখে পৌঁছামাত্র একজন দুষ্কৃতিকারী তাকে ধাক্কা দিয়ে উল্টো অভিযোগ করে ধাক্কা দিলো কেন।
টাকা বহনকারী মহিউদ্দিন “সরি” বলে ক্ষমা চেয়ে চলে যেতে চাইলে আশেপাশে ওঁত পেতে থাকা আরো ৭/৮ জন দুষ্কৃতিকারী তাকে ধাক্কা দেয়ার অভিযোগ তুলে প্রচণ্ড কিল, ঘুষি মারতে থাকে। একটা পর্যায়ে তার চোখে আঙ্গুল দিয়ে গুল লাগিয়ে দেয় এবং টাকা ভর্তি ব্যাগটি টেনেহেঁচড়ে ছিনতাই করে নিয়ে যায়।
Leave a Reply