তুরাগ প্রতিনিধি-রাজধানীর তুরাগে ডিস কামাল নামে এক বি, এন, পি, নেতা পরিচয় দিয়ে স্থানীয় সাংবাদিককে শারীরিক নির্যাতন করেছে, এ বিষয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন।
রাজধানী তুরাগ। থানাধীন কামারপাড়া ভাটুলিয়া মোঃ আল আমিন সরকার নামে এক সাংবাদিককে তার নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে এসে গালাগালিজ করে কামাল সহ অজ্ঞাত ৪/৫ জন এক পর্যায় তার দোকান থেকে জোর পূর্বক টেনেহিঁচড়ে বাইরে বের করে এনে স্বজোড়ে পেটে লাথি মেরে ফেলে দেওয়ার পর উপরঝুপরি লাথি মারতে থাকে এই ভয়াবহ হামলার পর প্রায় ৪/৫শ মানুষের সামনে কান ধরে উঠবস করাতে বাধ্য করে।
মঙ্গলবার (২৭ আগষ্ট) রাত আনুমানিক ৮:৩০ মিনিটের সময় এঘটনা ঘটে। ঘটনার সূত্র.জানা যানা যায় ভাটুলিয়া চৌরাস্তা ইকো প্রিন্টের মালিক আনোয়ার হোসেন, তার কারখানার শ্রমিকদের কাছ থেকে আগষ্টের ২২ তারিখে বল প্রয়োগ করে রিজাইন লেটারে স্বাক্ষর করিয়ে বেতন দিয়ে বিনা নোটিশে কারখানা বন্ধ ঘোষনা করে।
শ্রমিকরা উপায় না পেয়ে সাংবাদিক আল আমিন সরকারে সাথে যোগাযোগ করে, কারন সে একটি শ্রমিক ফেডারেশনের সাথে যুক্ত তার কাছে অভিযোগ জানালে সে বিষটি তুরাগ থানায় জানানোর পরামর্শদেয়। তারা শ্রমিকরা তুরাগ থানায় অভিযোগ দায়ের করে।
এবং টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কাছে আইনি সহায়তা চান। সংগঠনের নেতা তপন সাহা কলকারখানা অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। বিষয়টি ইকোপ্রিন্টের মালিক আনোয়ার হোসেন ভাল ভাবে নেয় নাই। মালিক আনোয়ার হোসেন ডিস কামাল ও তার সাঙ্গপাঙ্গ ডেকে এনে। শরিফ নামে এক শ্রমিককে তুরাগ থানার দায়ের করা অভিযোগ তোলার জন্য ভয়ভীতি দেখায় এবং আরেকটি কাগজে সই নেয়।
শ্রমিকরা সাংবাদিক আল আমিন এর দোকানে গিয়ে জানায়,সেই সময় ডিস কামাল তার সাঙ্গুপাঙ্গু গিয়ে ঘটনাটি ঘটায়, এঘটনায় তুরাগ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। বর্তমান সাংবাদিক আল আমিন প্রাণ বাচাঁনোর জন্য পালিয়ে বেড়াচ্ছে কারন সে জীবন নাশের হুমকিতে আছে। খোঁজ নিয়ে জানা যায় ডিস কামালের অথিতে খুন খারাপির অভিযোগ রয়েছে এলাকার বিভিন্নজন জানিয়েছেন
নাম প্রকাশে অনইচ্ছুক একজন জানিয়েন কারখানার মালিক আনোয়ার হোসেন, খুব চালাক এলাকার স্থানীয় মানুষকে ব্যবহার করে শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, এঘটনা নতুন কিছু না যখন আওয়ামীলীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামীলীগের লোকজন এনে মদের আড্ডা দিতো তাদেরও ব্যবহার করতো এখন আবার বি,এন,পি, লোকদের ব্যবহার করতেছেন।
Leave a Reply