র্যাব-৮, সিপিএসসি, ভোলা ক্যাম্প এবং র্যাব-১, সিপিএসসি, গাজীপুর কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে ভোলা জেলার তজুমদ্দিন থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ০৩ (তিন) জন আসামী গ্রেফতার ।
র্যাব-৮, সিপিএসসি, ভোলা ক্যাম্প এবং র্যাব-১, সিপিএসসি, গাজীপুর কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে ভোলা জেলার তজুমদ্দিন থানার মামলা নং-২/৮০, তারিখ-০৭/০৮/২০২৪ ইং,ধারা-১৪৩/৪৪৭/
৩২৩/৩২৪/৩২৬/৩০২/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী ০১. মোঃ ফজলুল হক প্রঃ ফয়েজ উদ্দিন (৩৭), ০২. মোঃ ফরিদ উদ্দিন (৪০), ০৩. মোঃ জাকির (২২), সর্ব পিতা-আঃ হক, সাং-উত্তর চাঁচড়া, থানা-তজমুদ্দিন, জেলা-ভোলাদেরকে জিএমপি গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা সাকিনস্থ রাজমনি আবাসিক হোটেল হতে ইং ০৭/১১/২০২৪ তারিখ রাত অনুমান ২০:২০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকালে আসামীদের নিকট হতে তাহাদের নিজেদের ব্যাবহৃত ০৩ (তিন) টি মোবাইল ফোন এবং নগদ ৬,৩০০ টাকা পাওয়া যায়।
Leave a Reply