ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় টিকটক বানানোর কথা বলে ডেকে এনে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর নগ্ন ভিডিও ধারণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় জড়িত ৬ জনকে আটক করেছে ভাঙ্গা থানা-পুলিশ।সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার ওই তরুণী স্থানীয় কারখানার শ্রমিক অনলাইনে বেশি টাকা ইনকামের লোভ দেখিয়ে তাকে নিয়ে এসে এমন কান্ড ঘটায় ধর্ষকরা।
গতকাল শুক্রবার রাতে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটক হওয়া যুবকদের মোবাইলে ধারণ করা নগ্ন ভিডিও ফুটেজ পাওয়া যায়।
পুলিশ জানায়, গত ৩১ ডিসেম্বর ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে ভুক্তভোগী টিকটকার ওই তরুণীকে নতুন টিকটক ভিডিও তৈরির জন্য আকরাম নামের এক টিকটকার ভাঙ্গা উপজেলায় ডেকে আনেন। এরপর ওই তরুণীকে আটকে রেখে একাধিক স্থানে নিয়ে ধর্ষণ করে আকরাম ও তার সহযোগীরা। এসময় ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়।
পুলিশ আরও জানায়, ৩রা জানুয়ারি এই ঘটনা পুলিশ জানতে পারলে রাতে অভিযান চালিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধারসহ ৬ জনকে আটক করে।
আকরাম ছাড়াও অন্য আটকরা হলো— সাইদুল, মামুন শরীফ, বাবু মোল্যা, জুয়েল মোল্যা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান জানান, ওই তরুণী অভিযোগ দিয়েছেন। এই ঘটনায় জড়িত ৬ যুবককে আটক করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এতে ধর্ষণের দুটি মামলা ও পর্ণগ্রাফি আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। রোববার আটকদের আদালতে পাঠানো হবে।
Leave a Reply