ঢাকার ধামরাইয়ে আন্দোলনে নিহত কলেজছাত্র হত্যা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে এক কলেজছাত্র হত্যা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে ধামরাইয়ের ভাড়ারিয়া ও মানিকগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমজাদ হোসেন মোল্লা ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও শামীমুজ্জামান শামীম ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
জানা গেছে, গত ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এ সময় মাথায় গুলি লাগে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদের (১৮)। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট সকালে তিনি মারা যান।
এ ঘটনায় সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদসহ ৮২ জনের নামে ধামরাই থানায় হত্যা মামলা করেন।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সাদ হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আমজাদ ও শামীমুজ্জামানকে গতকাল মঙ্গলবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।
Leave a Reply