তুচ্ছ ঘটনার বিরোধের জেরে মো. জাকির হোসেন (৩৯) নামে এক বাসচালককে গুলি করে আহত করেছেন স্থানীয় সন্ত্রাসীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রামপুরা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের শ্বশুর আলম হোসেন জানান, জাকির তার পরিবার নিয়ে বাড্ডা আনন্দ নগরে থাকতেন এবং বাস চালাতেন। গত মাস খানেক আগে তার ১০ বছরের ছেলে এলাকায় এক তুচ্ছ বিষয় নিয়ে স্থানীয় প্রভাবশালী আশরাফের দ্বারা বকাঝকা ও মারধরের শিকার হয়। এ ঘটনার প্রতিবাদ করায় বাসচালক জাকিরের সঙ্গে আশরাফের হাতাহাতি হয়।
আশরাফ চন্দন গ্রুপের আত্মীয় হওয়ায় ভয় পেয়ে জাকির বাস চালানো বন্ধ রাখেন এবং পরিবারসহ খিলগাঁও সিপাহীবাগে চলে যান।
সোমবার রাতে রামপুরা ব্রিজের পাশে বাস পার্কিং করে চায়ের দোকানের সামনে অবস্থানকালে আশরাফ গ্রুপের লোকজন পূর্ব শত্রুতার জেরে তাকে পথরোধ করে এবং তাকে লক্ষ্য করে ৩-৪টি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার বাম হাতে বিদ্ধ হয়।
পরে তাকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল, তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক
Leave a Reply