ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ০৬ জন।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম (অফিসার ইনচার্জ) ডিবি (দক্ষিন) , ঢাকা জেলা এর নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর চৌকস ডিবি টিম, ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল প্রজেক্ট এর ভিতরে থেকে ১৬/০৫/২০২৫ খ্রিস্টাব্দ ০০.৩৫ ঘটিকার সময় ধৃত আসামীঃ ১। মোঃ রাব্বি (২৮), পিতা- মৃত রমিজ উদ্দিন ঢালী, বাংলাদেশ কোথাও স্থায়ী কোন ঘরবাড়ী জায়গা জমি নাই (ভাসমান), বর্তমান সাং- গোলাম বাজার তালগাছ তলা (ইলিয়াস হাজীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ০২। মোঃ রমজান আলী (৩৩), পিতা-মৃত আব্দুল হাফেজ, মাতা-মৃত কহিনুর বেগম, সাং-পূর্ব চনপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, ০৩। মোঃ নান্টু (২৬), পিতা-মৃত সাদেক আলী, মাতা-তারা ভানু, বাংলাদেশ কোথাও স্থায়ী কোন ঘরবাড়ী জায়গা জমি নাই (ভাসমান), বর্তমান সাং-পূর্ব চনপাড়া (জাহাঙ্গীরের বাড়ীর ভাড়াটিয়া), থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, ০৪। মোঃ মানিক (৩৬), পিতা-মৃত ইয়াসিন বেপারী, মাতা-মোছাঃ জোসনা বেগম, সাং-কালিগঞ্জ নয়াবাড়ী (মৃধা ভিলা), থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ০৫। মোঃ মানিক (৩৫), পিতা-মোঃ বাবুল মিয়া, মাতা-মোছাঃ সালেহা বেগম, সাং-কালিগঞ্জ পশ্চিমপাড়া (মাজারের সাথে), থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ০৬। মোঃ রাসেল (২২), পিতা-মোঃ মালেক দেওয়ান, মাতা-মোছাঃ খাদিজা, বাংলাদেশ কোথাও স্থায়ী কোন ঘরবাড়ী জায়গা জমি নাই (ভাসমান), বর্তমান সাং-হাজীনগর (চাঁন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-ডেমরা, ঢাকা মহানগর, ঢাকাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে ধৃত আসামীদের নিকট হতে (ক) একটি কাঠের বাট যুক্ত লোহার তৈরী ছেন দা, (খ) একটি লোহার তৈরী চাপাতি, (গ) একটি লোহার তৈরী ছুরি, যাহা বাট যুক্ত বাটসহ লম্বা অনুমান ১৩ ইঞ্চি, (ঘ) একটি স্টিলের তৈরী সুইচ গিয়ার, (ঙ) একটি পাটের তৈরী রশি উদ্ধার করেন। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় ধৃত আসামী ০১। মোঃ রাব্বি (২৮) এর বিরুদ্ধে ০৩ টি ডাকাতির প্রস্ততি, ধৃত আসামী ০২। রমজান আলী (৩৩) এর বিরুদ্ধে ০২ টি মামলা রয়েছে। বর্নিত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩২ তারিখ ১৬/০৫/২০২৫ খ্রিস্টাব্দ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply