
লোহাগড়ায় ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ স্পর্শে শিশু গুরুতর আহত!
নাইম টিটো (লোহাগড়া প্রতিনিধি)
লোহাগড়া উপজেলার সিংগা গ্রামের রাকিব(১০) পিতা মনি বিশ্বাস বিকালে
৩৩ হাজার ভোল্টের বিদ্যুতি স্পর্শে শরীর ঝলসে যায়।
একই গ্রামের প্রতিবেশী ইকরাম এর বাড়ির ৩ তলা ছাদে খেলা করতে গিয়ে ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ স্পর্শে শরীরের একাংশ পুড়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা নিয়ে যাওয়া হয়।এলাকাবাসী মনে করছে গার্ডিয়ানের অসচেতনা এই দুর্ঘটনায় ঘটেছে।। সবাই কে সচেতন থাকার অনুরোধ করেছেন সাংবাদিক নাইম টিটো
Leave a Reply