
রোর ফ্যাশনের শ্রমিকদের পাওনাদী আদায় করতে সহায়তা করা শ্রমিক ফেডারেশনের নেতাদের নামে থানায় অভিযোগ,বাদীর অস্বীকার।
রবিউল ইসলাম (নিজস্ব প্রতিনিধি)
ময়মনসিংহের ভালুকায় অবস্থিত রোর ফ্যাশন নাম কারখানাটি বেশ কয়েকমাস আগে বেআইনি ভাবে বন্ধ করে কর্তৃপক্ষ নিরুদ্দেশ হয়ে যায়।পরবর্তীতে শ্রমিকরা বিভিন্ন আন্দোলন সংগ্রামের পর গত ২৯ সেপ্টেম্বর শ্রমিকরা বিজিএমইএ সহ কয়েকটি শ্রমিক ফেডারেশনের নেতাদের মাধ্যমে তাদের পাওনাদী বুজিয়া নেয় সুশৃঙ্খল ভাবে।যাহার ভিডিও সহ কয়েকটি নিউজ সোসাল মিডিয়ায় ভাইরাল হয়।
অসহায় শ্রমিকদের পাশে থেকে যে সকল শ্রমিক ফেডারেশনের নেতাকর্মী শ্রমিকদের টাকা আদায় করে দিলো। সেই শ্রমিকফেডারেশনের নেতাকর্মীদের ওপর ঈর্ষানিত হয়ে একটি কুচক্রী মহল সেকল শ্রমিক নেতাদের নামে মিথ্যা ও ভিত্তিহিন অভিযোগ দায়ের করিয়াছে রোর ফ্যাশনের শ্রমিক রাজিয়াকে দিয়ে রাজধানীর তুরাগ থানায়।
অভিযোগের বিষয়ে সত্যতা জানতে অভিযোগকারীর দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে। অভিযোগের ঘটনার বিষয় অস্বীকার করে অভিযোগ দেওয়া মোবাইল নাম্বারের ব্যক্তি তিনি জানান,আমার নাম রাজিয়া না আমার নাম শিল্পী আমি তো কোন অভিযোগ করিনি। এবংকি শ্রমিক ফেডারেশনের নেতাদের যাদের নামে অভিযোগ হয়েছে তাদের কেও আমি চিনিনা।অভিযোগকারী সম্পূর্ণভাবে অস্বীকার করে তিনি কোন অভিযোগ করেনি বা থানায় যায়নি। তাহলে অভিযোগ করলো কে এবং কোথা থেকে শ্লিপির নাম্বার দিয়ে শ্রমিক ফেডারেশনের নেতাদের নামে থানায় ভিত্তিহিন অভিযোগ দায়ের করিয়েছে।
এ বিষয় জানতে শ্রমিকনেতা আল কামরানের সাথে কথা বললে তিনি জানান কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অভিযোগকারী তিনি আমদের চিনেনা আপনি কথা বলে জানলেন।আপনারা বলেন এখন আমাদের কি আইনগত পদক্ষেপ নেওয়া উচিত কিনা।
Leave a Reply