
চান্দিনায় সেনাবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত ডাকাত শাহ পরান গ্রেফতার
স্টাফ রিপোর্টার।
কুমিল্লার চান্দিনা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি শাহ পরানকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার অম্বরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শাহ পরানের বাড়ি থেকে একটি দা, তিনটি সুইচ নাইফ এবং একটি লোহার রড উদ্ধার করা হয়। পরে আটক আসামি ও উদ্ধারকৃত আলামত শুক্রবার রাত ১টার দিকে চান্দিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের ২০ জুলাই থেকে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ আইনের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী মাঠে রয়েছে। মোতায়েনের পর থেকে তারা সমাজের অপরাধ দমন, অপরাধী গ্রেফতার ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে।
সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যৌথবাহিনীর নিয়মিত অভিযানে চান্দিনা এলাকায় মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক শাহ পরান দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গেও জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সেনাবাহিনীর এমন অভিযানকে চান্দিনা ও আশপাশের এলাকায় স্বাগত জানিয়েছে স্থানীয় সাধারণ জনগণ। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে বড় ভূমিকা রেখেছে।
Leave a Reply