
নিজস্ব প্রতিনিধি-
আগামীকাল ১৩ই নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত কথিত ‘লকডাউন কর্মসূচি’র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আশুলিয়ায় এক বিক্ষোভ মিছিল আয়োজন।
হাজী মোঃ দেলোয়ার মন্ডল সাবেক সদস্য, ঢাকা জেলা যুবদল; সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা ছাত্রদল; সাবেক যুগ্ম আহ্বায়ক, আশুলিয়া থানা ছাত্রদল) এর নেতৃত্বে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করে আওয়ামী লীগের গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় তিনি বলেন,ডাঃ দেওয়ান মোঃসালাউদ্দিন বাবু ও দেওয়ান মইনুদ্দিন বিপ্লব ভাইয়ের অকুতভয় সৈনিকেরা,আমরা সদা জাগ্রত সকল প্রকার অন্যায়ের বিপক্ষে আজকে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি।
আওয়ামী লীগ জনগণের মৌলিক অধিকার হরণ করে পিছনের দরজায় দিয়ে ক্ষমতায় আসতে চায়, যার অংশ হিসেবেই লকডাউনের নামে জনজীবন অচল করার ষড়যন্ত্র করছে।
এসময় হাজী মোঃ দেলোয়ার মন্ডল আরো বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন চলবে। নেতাকর্মীকে রাজপথে থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
Leave a Reply