কক্সবাজার সদর থানাধীন লিংক রোড এলাকায় র্যাব-৩ এবং র্যাব-১৫ এর যৌথ অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত একজন পলাতক আসামী গ্রেফতার
অদ্য ০৪ মে ২০২৩ খ্রিঃ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় র্যাব-৩ এবং র্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন লিংক রোড এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী তুষার সরকার (২৮), পিতা-মোঃ মনির হোসেন, সাং-ইষ্টার্ণ হাউজিং (বাসা নং-৩৬, ব্লক-এফ, রোড-১/১), থানা-রুপনগর, জেলা-ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার সাথে জড়িত এবং গ্রেফতার এড়াতে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত ডিএমপি ঢাকার রুপনগর থানার মামলা নং-৪(১২)১৮, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০২০) এর ৭/৩০ ধারায় মামলা রয়েছে।।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ডিএমপি ঢাকার রুপনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply