*ট্রাক চাপায় একই বংশের ০৪ সদস্যের নিহত হওয়ার চাঞ্চল্যকর ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে অজ্ঞাতনামা হত্যাকারী ড্রাইভার-কে সনাক্ত ও গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর।*
জামালপুর সদর উপজেলার মুদিপাড়া এলাকায় জামালপুর টু ময়মনসিংহ মহাসড়কে ০৯ জুন ২০২৩ তারিখে দুপুরে ট্রাক চাপায় একই পরিবারের ০৪ জন সদস্য নিহত হয়। নিহতরা হলেন- সদর উপজেলার ইটাইল ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. সোলায়মান (৫৫), সুদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮), সোবহান আলীর ছেলে অটোরিকশা চালক জয়নাল (৪২) ও সাহেদ আলী নামের একজন। এসময় অটোরিকশায় থাকা চালকসহ অন্যান্য যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. সোলায়মান ও আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চালকসহ চারজনের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালক জয়নালসহ আরও চারজন মারা যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ময়মনসিংহগামী একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। উল্লেখ্য যে, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনেওয়াজ জানান, ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে নিহতের আত্মীয় মোঃ আরফান আলী (৩৩), পিতা-মৃত হযরত আলী, সাং-ইটাইল, থানা-সদর, জেলা- জামালপুর বাদী হয়ে জামালপুর জেলার সদর থানার মামলা নং- ৩৫/৪৯৬,তারিখ- ০৯/০৬/২০২৩ ইং, ধারা- ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় রুজু করে। এরই সূত্র ধরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের একটি অভিযানিক দল ইং ১০/০৬/২০২৩ ইং তারিখ বিকাল বেলা ময়মনসিংহ জেলার সদর থানাধীন লাকি বাড়ী কাশর এলাকা হতে চাঞ্চল্যকর সড়ক দূর্ঘটনায় বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি কারী একই বংশের ০৪ সদস্যেকে হত্যাকারী ড্রাইভারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ নিহাত মিয়া (২৫), পিতা-মোঃ হাবিব মিয়া, সাং-কাশর লাকিবাড়ী, থানা-সদর, জেলা-ময়মনসিংহকে আটক করে। ধৃত আসামীকে জিজ্ঞাবাদে উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেন।
*আইনানুগ ব্যবস্থা:* অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।
Leave a Reply