ভোলায় বিয়েবাড়ির গেটে বরযাত্রীদের কাছে পাঁচ হাজার টাকা চাওয়ায় হামলা-সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার জামিরালতা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সংঘর্ষে কনে নূপুর, কনের বাবা হারুন ও বরের বাবা জাকির হোসেনসহ দুই পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে কনেসহ ৯ জনকে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কনেপক্ষের লোকজন জানান, ভোলার মুসলিম পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে শরিফের সাথে জামিরালতা এলাকার হারুন মিয়ার মেয়ে নূপুরের দুই মাস আগে বিয়ে হয়।
শুক্রবার দুপুরে মেয়ের বাড়িতে বর বরণসহ বউকে শ্বশুরবাড়িতে তুলে নেয়ার কথা ছিলো। বরকে বরণ করতে তার শ্বশুরবাড়িতে দুপুরে খাবার আপ্যায়নসহ নানা আয়োজন করা হয়। বরকে অভ্যর্থনা জানাতে গেটে লাল ফিতা কেটে ভিতরে অতিথিদের ভিতরে প্রবেশের ব্যবস্থা করা হয়।
তবে গেটে কনেপক্ষ বরের কাছে পাঁচ হাজার টাকা চাইলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটিসহ হট্টগোল বাধে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, মারধরসহ চেয়ার-টেবিল ভাংচুরের ঘটনা ঘটে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, বিয়েবাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।
Leave a Reply