কলাগাছ কাটাকে কেন্দ্র করে মারামারির ঘটনার একদিন পর আলেয়ার মৃত্যু, থানায় হত্যা মামলা : আটক১
মোঃ খোরশেদ আলম
পাইকগাছা ( খুলনা) থেকে!!পাইকগাছায় জমির সীমানায় কলাগাছ কাটাকে কেন্দ্র করে মারামারিতে স্বামী পরিত্যক্ত আলেয়া বেগম(৩৫) আহত হয়। আহতকে প্রথমে পাইকগাছা হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত আলেয়া বেগম বুধবার রাত ৮ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। ঘটনাটি বুধবার সকালে উপজেলা মামুদ কাটি গ্রামে। এ ঘটনায় মৃতের চাচা বাদী হয়ে থানায় হত্যা মামলা করে। ওই মামলায় পুলিশ ময়না বেগম(৩৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত জানান, উপজেলার মামুদ কাটি গ্রামের তোতা গাজীর ছেলে মফিজুল গাজী (৪৫) ও একই এলাকার মৃত্যু মোজাম সরদারের মেয়ে স্বামী পরিত্যক্ত আলেয়া বেগমের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত বুধবার সকালে জমির আইল সিমানায় একটি কলাগাছ কে বা কার কেটে দেয়। প্রতিপক্ষ মফিজুলরা আলেয়াকে দোষরুপ করে মফিজুল গাজী, তার স্ত্রী জেসমিন বেগম(৩৬) ও তোতা গাজীর স্ত্রী আবিরণ বেগম(৬২) আলেয়াকে মারপিট করে আহত করে। আহতকে প্রথমে পাইকগাছা হাসপাতালে ও পরে তার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে বুধবার রাতে তার মৃত্যু হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, মৃতের সুরত হাল ও ময়না তদন্তের পর বৃহস্পতিবার রাতে থানয় হত্যা মামলা হয়েছে। ওই রাতেই মামলার ২ নং আসামি ময়না বেগমকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে আটক নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply