মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।
হাটহাজারীতে সুমি আক্তার (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।ঈদের দিন বৃহস্পতিবার (২৯ জুন) দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের একটি প্রাইভেট হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুমি আক্তার উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পেশকারহাট এলাকার আশরাফ আলী মুন্সির বাড়ির মো. সিরাজ মিয়ার বড় মেয়ে।
নিহতের মা মিনা আক্তারের দাবি, কোরবানিতে গরুর পরিবর্তে ছাগল দেয়ার জের ধরে মিনাকে নির্যাতন করে হত্যার পর শ্বশুর বাড়ির লোকজন আত্মহত্যা বলে প্রচার করছে।
মিনা আক্তার আরও জানান, গত বছর একই উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সৈয়দ পাড়া এলাকার বাচা মিয়া হাজির বাড়ির ফরিদ আহমদের ছেলে কাতার প্রবাসী তাজুল ইসলাম (প্রকাশ) নয়নের সাথে তার পারিবারিকভাবে বিয়ে হয়।
নিহতের শ্বশুর ফরিদ আহমদ বলেন, কোরবানির কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়নি। সে কেনো আত্মহত্যা করেছে জানি না।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।। ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে সত্য ঘটনা জানা যাবে । পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে তা গ্রহণ করা হবে।
Leave a Reply