ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই খুন হয়েছে।
মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় টাকা লেনদেনের বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ছোট ভাই মোঃ আব্দুল বায়েজ এর ছুরিকাঘাতে বড় ভিই মোহাম্মদ মুছা (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে।
উভয়েই ওই এলাকার মৃত মোঃ আবদুল ওয়ারেছের পুত্র। তাঁরা দুজনই আপন ভাই।
আজ শুক্রবার ( ৩০ জুন ) বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভার ফুলতলা ছগির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিন টাকা লেনদেনের বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে ছোট ভাই আব্দুল বায়েজ বড় ভাই মুছাকে ছুরিকাঘাত করে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই মুছাকে মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি ।
Leave a Reply