রাকিবুল ইসলাম সোহাগ-ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল সহ তজিবুর রহমান সরকার (৫৫) নামের রিকশা গ্যারেজের মালিককে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।সাভার উপজেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের তাজপুর এলাকা থেকে তজিবুর সরকারকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহিন আহমেদ নয়ন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অস্ত্রধারী তজিবুর সরকার তার রিকশা গ্যারেজে অবস্থান করার সময় তাকে আটক করে আশুলিয়া থানার চৌকস পুলিশ অফিসার এসআই শাহিন আহমেদ নয়ন। এ সময় বিদেশি পিস্তলসহ একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও একটি মোবাইল জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে এলাকায় অস্ত্র প্রদর্শন করে ত্রাসের রাজত্ব কায়েম করাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে ভয়ে তার বিরুদ্ধে সাধারণ মানুষ কথা বলতে সাহস পায়না।
এব্যাপারে এসআই শাহিন আহমেদ নয়ন বলেন, অস্ত্রধারী আসামি তজিবুর রহমানের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে। এবার তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এই অপরাধী কে কোর্টে প্রেরণ করা হবে ।
Leave a Reply