পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৪
নোয়াখালীর হাতিয়ায় পূর্ব শত্রুতার জেরে মিজানুর রহমান (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের মধ্য বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ।
মিজানুর রহমান ওই গ্রামের মোস্তাফিজুর রহমান চৌকিদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টর চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন মিজানুর। পথে মধ্য বোয়ালিয়া হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, ট্রাক্টর চালানো ও জায়গা জমি নিয়ে মিজানের সঙ্গে কিছু লোকজনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে এ হামলা চালাতে পারে।
হাতিয়ার থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, ‘নিহতের মাথায় ধারালো অস্ত্র দিয়ে গুরুত্বর জখম করা হয়েছে, এ ছাড়া শরীরেও আঘাতের চিহৃ রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য আমরা চারজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে।’
Leave a Reply