আমদানি শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় ৭১৪ (সাত শত চৌদ্দ) পিস শাড়ী ও ১টি নোহা গাড়ী উদ্ধার।
গত ০৮/০৮/২০২৩ খ্রিঃ তারিখে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিঃ)/ মোঃ এনায়েত উল্লাহ ও সঙ্গীয় ফোর্স সহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন মনোহরপুর সাকিনস্থ কান্দিরপাড়-টু-রাজগঞ্জ গামী রোডের মায়া ভান্ডার (ক্রোকারিজ) এর সামনে পাকা রাস্তার উপর পৌঁছে তথায় রাজগঞ্জ এলাকার দিক হইতে ঢাকা মেট্রো-চ-১৪-১৫৬৫ রেজিঃ নাম্বারের নোহা গাড়ী আসতে দেখে গাড়ীটি থামানোর জন্য সংকেত দিলে ডিবি পুলিশ হিসেবে চিনতে পারে উক্ত নোহা গাড়ীর চালক রাস্তার উপর গাড়ী থামিয়ে চালক সহ অপর একজন গাড়ী হতে নেমে দ্রুত পালিয়ে যায়। তথায় আশপাশ হইতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় পলাতক আসামীদের বহনকৃত ফেলে যাওয়া ঢাকা মেট্রো-চ-১৪-১৫৬৫ রেজিঃ নাম্বারের নোহা গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে রক্ষিত ১০(দশ)টি চটের বস্তা পাই। বর্ণিত ১০(দশ) টি চটের বস্তার ভিতরে সর্বমোট ৭১৪(সাত শত চৌদ্দ) পিস বিভিন্ন রংয়ের ও বিভিন্ন ধরনের ভারতীয় তৈরী শাড়ী, যথাক্রমে (i) CK SHAREES শাড়ী- ৩০০ পিস, (ii) KK SILK MILLS শাড়ী-৩৩৮ পিস, (iii) SIDDHI FASHION শাড়ী-২৩ পিস, (iv) SHUBH DESIGNER শাড়ী-০৯ পিস, (v) SHUBH SHREE শাড়ী-০৮ পিস, (vi) HAST KARGHA শাড়ী-১৮ পিস, (vii) AMBICA FASHIONS শাড়ী-০৮ পিস, (viii) AMBICA FASHIONS-১০ পিস সহ সর্বমোট (৩০০+৩৩৮+২৩+৯+৮+১৮+৮ +১০)= ৭১৪(সাত শত চৌদ্দ) পিস, যাহার সর্বমোট মূল্য অনুমান ৮,৫৬,৮০০/- (আট লক্ষ ছাপ্পান্ন হাজার আটশত) টাকা ও একটি সাদা রংয়ের পুরাতন নোহা গাড়ী, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-১৪-১৫৬৫, যাহার চেসিস নং- ও ইঞ্জিন নং-অস্পষ্ট গাড়িটি গত ০৮/০৮/২০২৩খ্রিঃ তারিখ ২০:২০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।
এ সংক্রন্তে কোতয়ালী মডেল থানার মামলা নং- ২৫, তারিখ- ০৯ আগস্ট, ২০২৩; ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১ (বি) রুজু করা হয়।
Leave a Reply