কক্সবাজার প্রতিনিধি-
কক্সবাজারের টেকনাফ থানাধীন মনিরঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে ৭১টি বিয়ার ক্যান ও ১২টি বিদেশী মদের বোতলসহ একজন মাদক কারবারী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
র্যাব-১৫, কক্সবাজার এর আভযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকায় কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বিয়ার ও বিদেশী মদ’সহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৯ আগস্ট ২০২৩ খ্রিঃ অনুমান ২৩.৩০ ঘটিকার সময় র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে তারেক জিয়া নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তি এবং তার হেফাজতে থাকা ০২টি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে সর্বমোট ৭১ (একাত্তর) টি বিয়ার ক্যান (প্রতিটির গায়ে ইংরেজীতে LA CERVEZA ESPECIAL EXTRA LAGER BEER el Diablo SUPER STRONG BREW 12% vol ALC, BREWED AND CANNED UNDER LICENSE OF CASA DEL SOL USA. FOR EXPORT ONLY ইত্যাদি লেখা আছে) ও ১২ (বার)টি বিদেশী কাঁচের মদের বোতল (প্রতিটির লেভেলে গায়ে ইংরেজীতে MANDALAY RUM, 40% ALC লেখা আছে) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় তারেক জিয়া (১৮), পিতা-নুরুল আমিন, মাতা-আনোয়ারা বেগম, সাং-মনিরঘোনা, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার বলে জানা যায়। ধৃত মাদক ব্যবসায়ী জানায়, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন পন্থা অবলম্বন করে বিয়ার ক্যানসহ অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজের হেফাজতে মজুদ করত। পরবর্তীতে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য উক্ত মাদক টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করত বলে জানা যায়।
উদ্ধারকৃত বিয়ার ক্যান ও বিদেশী মদসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Leave a Reply